নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী রূপসী থলীর গাছের ডাল কেটে নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে দীর্ঘদিন যাবত ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নবজাতক শিশুর জন্ম হলে বা বিবাহের সময় রূপসী দেবতা গাছ থলীতে বিভিন্ন পুজা অনুষ্ঠান পালন করে থাকেন। কিন্তু গত সপ্তাহখানেক পূর্বে মান্দারকান্দি গ্রামের মৃত রকিব উল্লাহর পুত্র দুলু মিয়া ওই দেবতা গাছের ডালপালা কেটে তার ফিশারীতে ফেলে দেয়। বিষয়টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের নজরে এলে ধর্মীয় অনুভুতিতে আঘাত মনে করে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি নিয়ে ওই গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।
হিন্দু সম্প্রদায়ের লোকজন নবজাতক শিশুর জন্ম হলে বা বিবাহের সময় রূপসী দেবতা গাছের থলীতে পুজা করেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com