স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে সোনিয়া আক্তার নামে ৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর লজ্জাস্থান দিয়ে জোঁক প্রবেশ করায় রক্তক্ষরণ হয়ে মেয়েটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ হাসপাতালে রক্তের অভাবে তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। সে ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে তার অজান্তেই শরীরে জোঁক প্রবেশ করে। এ সময় তার শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এদিকে, ক্রমাগত রক্ত ঝড়ায় তার শরীরে দেখা দিয়েছে রক্ত শূন্যতা। হাসপাতালে চিকিৎসক তার শরীর থেকে জোঁক বের করতে না পারলেও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
ওই ছাত্রীর মা জানান, ‘ও’ পজিটিভ রক্ত সবার কাছে খোঁজে বেড়াচ্ছি। এক দালালের মাধ্যমে ৩ হাজার টাকা দিয়ে ১ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি। তবে ডাক্তার বলেছে আরও রক্ত লাগবে। শুনেছি সদর হাসপাতালে রক্তের অভাব নেই। হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়েও রক্ত পাইনি।
এ ব্যাপারে চিকিৎসক জানান, ওই ছাত্রীর শরীর থেকে জোঁক বের করার চেষ্টা চলছে। সমাধান না হলে অন্যত্র পাঠানো হবে।