স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল-মাহমুদপুর বাইপাস সড়ক থেকে টমটম চুরির অভিযোগে সুমন মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে শহরের উমেদনগরের ছাবু মিয়ার পুত্র।
হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম জানান, মাহমুদাবাদ এলাকার টমটম চালক সাহাব উদ্দিন তার গাড়িটি রেখে পার্শ¦বর্তী ধান ক্ষেতে কাজ করতে গেলে এ সুযোগে সুমন টমটমটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে সাহাব উদ্দিন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com