ইউএনও বললেন, বধ্যভূমিটি আকর্ষণীয় ও পর্যটক মূখর করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে
কাজী মাহমুদুল হক সুজন ॥ অযতœ অবহেলায় পড়ে আছে বাহুবলের বধ্যভূমি। অথচ সরকার উদ্যোগ নিলে এটি হতে পারে পর্যটকদের আকর্ষনীয় স্থান। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পাহাড়ি এলাকা ফয়জাবাদ হিলস এ নির্মিত মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বধ্যভূমিটি ২০০৩ সালে তৎকালিন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত হয়। এটি নির্মাণের পর থেকে জাতীয় ২/৩টি অনুষ্ঠান ছাড়া অন্য কোন কাজে আসে না এটি। অথচ এটি হতে পারতো পর্যটকদের আকর্ষনীয় স্থান। সংস্কারের অভাবে ঝোপ জঙ্গল লেগে আছে। রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ভেঙ্গে পড়ছে স্মৃতি স্তম্ভের টাইল্স। উপরে উঠার সিড়িতে রেলিং না থাকায় বয়স্ক মুক্তিযোদ্ধা তো দূরের কথা দেখতে আসা অনেকেই উপরে উঠতে ভয় পান। এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, এ বধ্যভূমিটিকে আকর্ষণীয় ও পর্যটক মূখর করতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। তার জন্য রেখেছেন আলাদা বাজেটও। রেলিং, সংস্কারসহ বিদ্যুতের ব্যবস্থাও করা হবে। স্থানীয়রা মনে করেন এ বধ্যভূমিও হতে পারে পর্যটকদের আকর্ষনীয় স্থান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com