নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আত্মঘাতি হামলায় নিহত ১৭ জনের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নিরঞ্জন দাশ, নিবারণ দত্ত, সুরঞ্জন সুত্রধর, বসুন চন্দ্র দেব, সুকান্ত দাশ বাবলু, বিধান দাশ, সুবীর চন্দ, শংকর দাশ, হৃদয় শীল প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com