নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামে গরু চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। এতে গ্রামের কৃষকদের মধ্যে আতংক বিরাজ করছে। কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী, রেনু মিয়া ও জুনাব আলী জানান, গত কয়েকদিনে গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে চন্দ্র ভানুর দেশীয় জাতের একটি গাভী ও সিদ্দিক আলীর একটি ষাড় গরু চুরি হয়েছে। এখন গ্রামের কৃষকদের মাঝে গরু চোর আতংক বিরাজ করছে। এদিকে রবিবার গ্রামের কসির মিয়ার একটি গরু হাওর থেকে চুরি করে পাশ্ববর্তী চানপুর এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক গ্রামের জমির আলীর ছেলে নজরুল ইসলামকে গরুসহ আটক করা হয়। এ সময় নজরুলের হাত থেকে মোবাইল ফোন জব্দ করে চানপুরের লোকজন। এক পর্যায়ে নজরুল দৌঁড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নজরুলের মোবাইল ফোনটি চানপুর গ্রামের মুরুব্বীয়ান ইউপি সদস্য তৌহিদ মিয়ার কাছে হস্তান্তর করেন। গরুটি মালিক কসির মিয়ার কাছে সমজে দেওয়া হয়।
ইউপি সদস্য তৌহিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত গরু চোরের মোবাইল ফোনটি চাঁনপুর গ্রামের দুলাল মিয়া নামে এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। এদিকে কুশিয়ারতলা গ্রামের কৃষকরা গরু চুরির ঘটনায় নজরুল ইসলাকে অভিযুক্ত করছেন এবং তাদের দাবি নজরুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে চন্দ্র্র ভানু ও সিদ্দিক আলীর গরু চুরির ঘটনার রহস্য উদঘাটন হবে। এ জন্য তারা নজরুলকে গ্রেফতারের দাবি জানান।