স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী দরবারে মোস্তফা হাবেলীর খাদেম মরম আলী মিয়া রবিবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। সোমবার বেলা ২ টায় সুলতানশী হাবেলী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সুলতানশী হাবেলীর সকল সাহেবজাদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য পাক-পাঞ্জাতন আশেকান ও ভক্তবৃন্দ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন সুলতানশী হাবেলীর পীরজাদা সৈয়দ রফিকুল হোসাইন চিশতী। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ গোলাম সরওয়ার রুবেল মিয়া। পরে সুলতানশী হাবেলীর পাক-পাঞ্জাতন মোকাম প্রাঙ্গনে তাঁকে দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com