স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ রাকিবুল হাসান রমজান (১৭) নামে পবিত্র কোরআনের এক হাফেজের মৃত্যু হয়েছে। গত রবিবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। হাফেজ রাকিবুল হাসান রমজান উপজেলার মনতৈল গ্রামের নোয়াব আলীর ছেলে।
সূত্র জানায়, বুল্লা বাজারে রাকিবুল হাসান পিতার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ার দোকান তালাবদ্ধ করে একটি বাইসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাকচাপায় সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com