স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাস সড়কে মিনি ট্রাক নিয়ে অভিনব পন্থায় চুরির চেষ্টা চালিয়েছে একদল মুখোশধারি। যদিও পাহারাদারের দক্ষতায় চুরি না করেই চলে যেতে হয়েছে চোর চক্রের সদস্যদের। গত শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হঠাৎ করে একটি মিনি ট্রাক কামড়াপুর বাইপাস সড়কের পাশে দাড় করিয়ে কয়েকজন মুখোশধারি যুবক গাড়ি থেকে নামে। পরে তাদের কথাবার্তা অসংলগ্ন হলে পাহারাদার ওই বাজারের এক ব্যবসায়ীকে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে পাহারাদার আব্দুল কাইয়ুম বিষয়টি পুলিশকে অবগত করতে চাইলে মুখোশধারি চোর চক্রের সদস্যরা পাহারাদারের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই ওই মিনি ট্রাকটি সেখানে দাড় করিয়ে রাখা হয়েছিল।
এদিকে শুক্রবার দিবাগত রাতের ওই ঘটনায় কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিটন আহমেদের পরিচালনায় ীনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ ছালেক মিয়া, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আব্বাস আলী, জহিরুল হক শরিফ, আরিফ রাব্বানি টিটু, শাহ আলম, নাসির উদ্দিন, গৌরি, লাল, আব্দুল কাদির, মামুন আহমেদ, মোঃ খোকন মিয়া, উজ্বল আহমেদ, হাফিজুর রহমান, কাওছার আহমেদ, ফাইজুল মিয়া, বাহার মিয়া, সোহাগ মির্জা, মনির মিয়া, টিটন আহমেদ, সোহেল মিয়া প্রমূখ। সভায় চুরি ডাকাতি রোধে সকলকে সচেতন থাকার আহব্বান জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com