নিজস্ব প্রতিনিধি ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক পদত্যাগকারী জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ এর মুক্তির দাবিতে বানিয়াচং উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে জি কে গউছ ও জালাল আহমেদের অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com