আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ২০টি তিন চাকার যানবাহন আটক করেছে। পরে ওই সকল গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এদিকে মহাসড়কে হাইওয়ে পুলিশের সাড়াশী অভিযানে থ্রী হুইলার যানবাহন চলাচল অনেক কমে যায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান, হাইকোর্টের নির্দেশে মহাসড়কে যানজট ও প্রাণহানী কমিয়ে আনতে তিন চাকার যানবাহনের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com