নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাকচাপায় সিএনজি অটোরিক্সায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের দারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার পুত্র মতিউর রহমান (২২) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদা বেগম ও তার পুত্র মতিউর রহমান সিএনজি চালিত অটোরিক্সাযোগে বাহুবল থেকে মিরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক গাড়িটিকে চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সায় থাকা মা-ছেলে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com