হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ শহরের ঘোষপাড়ার বাসিন্দা রনজিত কুমার দেব সজল পরলোক গমন করেছেন (ওঁ দিব্যান লোকান্ স গচ্ছত)। তিনি ৩০ সেপ্টম্বর রাতে ইংল্যান্ডের লন্ডন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রমিক নেতা রনজিত কুমার দেব সজলের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয়েছে। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন- প্রয়াত রনজিত কুমার দেব সজল দীর্ঘদিন পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি এবং প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com