চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ। জানা যায়, উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম লাল কেয়ার গ্রামের মৃত আবুল মনাফের ছেলে মোঃ আব্দুল রউফ (৭৫) এর বাড়িঘর ভাংচুর করেছে মিরাশি ইউনিয়নের কমলপুর গ্রামের আঃ জলিলের ছেলে রহমত আলীসহ একদল লোক। নিরীহ কৃষক মোঃ আব্দুল রউফ জানান, চুনারুঘাট উপজেলার কালিঙ্গাছড়া মৌজার এসএল জেএল নং ১৩৭, আরএস জেএল নং ১৪০, এসএ খতিয়ান নং -৭৪, আর এস খতিয়ান নং- ৯৮, এসএ দাগ নং -১৬৮, আরএস দাগ নং -২১১, লায়েক জঙ্গল হালে টিলাবাড়ির ৬২ শতক জমি জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেছে রহমত আলীসহ এলাকার সংঘবদ্ধ একটি চক্র। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আদালতে মামলা মোকদ্দমা চলমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com