স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে পানিতে ডুবে নাহিদা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল রবিবার বিকেলে নাহিদা বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নাহিদার দেহ ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মক্রমপুর গ্রামের সিজিল মিয়ার কন্যা এবং স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com