চুনারুঘাট প্রতিনিধি ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, যুগে যুগে নারীর স্বাধীনতা ছিল। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর সময়েও নারীর স্বাধীনতা ছিল। উনার বিবি খাদিজা (রাঃ) উটের পিঠে চড়ে যুদ্ধে গিয়েছেন, ব্যবসা পরিচালনা করেছেন। কিন্তু আজ আমরা নারীকে ঘর থেকে বের হতে দিতে চাই না। সমাজের অর্ধেক অংশ নারীকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। রবিবার চুনারুঘাটে জাতীয় কন্যা দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় প্রধান নারী, স্পিকার একজন নারী। আজ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগ, সচিবালয় থেকে শুরু করে সকল স্থানে আজ নারীরা সফলতার সাথে কাজ করছেন। বর্তমানে কন্যাদায়গ্রস্ত পিতা পাওয়া যায় না, বরং আছে পুত্রগ্রস্ত পিতা। কোন কোন পুত্র সন্তানরা আজ মাদকসহ নানা ভাবে বিপদগ্রস্ত হচ্ছে। তিনি সৌদি আরবের উদাহরণ দিয়ে বলেন, সেখানে মাত্র ৫ বছরের ব্যবধানে নারীরা এখন অফিস আদালতে কাজ করছে। বিমানবন্দর থেকে শুরু করে সকল জায়গায় এখন তাদের বিচরণ। এর আগে তিনি জন্মদিনের কেক কেটে কন্যা দিবসের সূচনা করেন।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমি। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, মদরিছ মিয়া মহালদার, সুজিত দেব, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সজল দাশ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রতিমন্ত্রী বিকেলে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com