স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ইউএনও ও এসিল্যান্ডের পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত চাঁদাবাজি করছে। দুর্বৃত্তদের প্রতারণার শিকার হয়ে কোন কোন ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন অভিযোগ পৌঁছেছে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজমিরীগঞ্জ উপজেলাবাসীকে সতর্ক করেছেন।
ফেসবুকে ইউএনও লিখেছেন- “সুপ্রিয় আজমিরীগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানাচ্ছি, কিছু অসাধু প্রতারকচক্র প্রায়শই মোবাইলে উপজেলা নির্বাহী অফিসার কিংবা সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট চাঁদা দাবি করছে। কেউ এ ধরণের প্রতারণার ফাঁদে পা দিবেন না। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহবান জানাচ্ছি। ধন্যবাদ।”
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com