স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে প্রভাবশালী কর্তৃক খাল ভরাট করে রাখায় ১৫টি পরিবার জলাবদ্ধতায় বসবাস করায় দুর্ভোগে রয়েছে। এর প্রতিকারের জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতভাবে আবেদন করেছেন ভুক্তভোগী অলিপুর গ্রামের মৃত মছকুদ আলীর আলীর ছেলে আব্দুল জলিল।
সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার শিল্প এলাকা অলিপুরে রেল ও সড়কপথের মাঝামাঝি স্থানে আব্দুল জলিলসহ প্রায় ১৫টি পরিবারের বসবাস রয়েছে। বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এর কারণ হিসেবে ভুক্তভোগী আব্দুল জলিল জানালেন, প্রভাবশালী ব্যক্তিরা মিলে পানি নিষ্কাশনের রাস্তাটি (খাল) ভরাট করে রেখেছে। এর ফলে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় জমিতে ফসল চাষ ব্যাহত হচ্ছে। বাড়ির রাস্তাঘাট বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় তিনিসহ ১৫টি পরিবার বিরাট সমস্যায় পড়েছেন। ১৫টি পরিবারের জীবনমান উন্নয়নের স্বার্থে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী আব্দুল জলিল।