জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- সন্তান অবাধ্য, অপথে বিপথে চলাফেরা করছে, মাদকাসক্ত, রাত বিরাতে বাসায় ফেরে, পড়ালেখায় মনোযোগি না, নামাজ পড়ে না, রোযা রাখে না, এসব কথা এখন অভিভাবকদের বেলায় নিত্যসঙ্গী হয়ে গেছে। সমাজের জন্য এসব অশনি সংকেত। আমরা যেমন সন্তানদের জন্য দোয়া করতে জানি না, তেমনি সন্তানদের হক আদায়ও করতে জানি না। একজন মুমিনের বিয়ের পূর্ব থেকেই প্রস্তুতি নেয়া দরকার। প্রথম প্রস্তুতি হচ্ছে- আল্লাহর কাছে বিনীতভাবে চাওয়া, যেন একজন নেককার স্বামী বা স্ত্রী কপালে জুটে। দ্বিতীয়ত হচ্ছে- যাতে নেককার সন্তান জন্মলাভ করে। নবী রাসুল (সা.)গণ নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। বর্তমানে চলছে এর বিপরীত। বিয়ের প্রস্তুতি নেই আমরা গান বাজনা গীত দিয়ে। বিয়ের পর আমাদের অনেকে যে উলঙ্গপনা করে, নেককার সন্তান জন্ম নিবে কিভাবে। কেন এসব ঘরে অবাধ্য সন্তান জন্ম গ্রহণ করবে না? শুধু সন্তানকে দোষ দিয়ে লাভ নেই, আগে নিজেকে প্রশ্ন করুন, নিজে সন্তানের হক আদায় করছেন কি না, বিয়ের আগে নেককার স্বামী-স্ত্রী কামনা করেছেন কি-না। পবিত্র কোরআনের উদ্বৃতি দিয়ে তিনি বলেন- আল্লাহ কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্রও দেন কন্যাও দেন, আবার কাউকে কোনো সন্তানই দেন না। সন্তান-সম্পদ আল্লাহর পরীক্ষা। সবকিছুকে ধৈর্যের সাথে মেনে নিতে হবে। মাওলানা আজহারী বলেন- এটা প্রমাণিত সত্য যে, তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। প্রথমত মা বাবা, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত মজলুম। যারা ইসলামের কথা বলতে গিয়ে নিগৃহিত হয়েছেন, যাদেরকে অন্যায়ভাবে জেল জুলুম ফাসি দেয়া হয়েছে, যাদের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেয়া হয়েছে, এ ধরনের মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের মজলুমের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ২৭ মিনিটের জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী সকলকে ইসলামের মৌলিক বিধি বিধানগুলো পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com