স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত নয়ন মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সকালে নয়ন মিয়া বাড়ির পাশের একটি গাছে ডাল কাটতে ওঠে। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো অভিযোগ না থাকায় সুরতহালের পর ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com