স্ক্যানুতে শিশুদের রেখে রাতে ঘুমিয়ে থাকেন কোন কোন নার্স
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উছেছে।
অভিযোগে জানা যায়, গতকাল শুক্রবার সকালে হাসপাতালের ২য় তলায় স্ক্যানু ওয়ার্ডে হুরগাঁও গ্রামের বাছিত মিয়ার নবজাতক শিশু চিকিৎসা অবহেলায় মারা গেছে মর্মে স্বজনরা চিকিৎসক ও নার্সদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে পরিস্থিতি শান্ত হয়।
বাছিত অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রী বিথী আক্তার সুমনা প্রসব ব্যথা নিয়ে বিকাল ৪টার দিকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হলে সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম হয়। সামান্য অসুস্থ থাকায় সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসায় তার নবজাতক সুস্থ হয়। এরপর তাকে স্ক্যানুতে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর সারা রাত থেকে সকাল পর্যন্ত কোনো নার্স কিংবা চিকিৎসক নবজাতকের খবর নেননি। শিশুদের শুধু বক্সে ভরে রেখে দেয়া হয়। সকালের দিকে এক নার্স গিয়ে বলে নবজাতক অসুস্থ। রক্ত পরীক্ষা করতে হবে। তখন বাছিত মিয়া প্রাইভেট ক্লিনিকে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান। তখন পর্যন্ত তার নবজাতক সুস্থ ছিল। কিন্তু দুপুরের পর শিশুটি মারা যায়। এরপরও কোনো চিকিৎসক আসেননি। এর আগেও এরকমভাবে নবজাতক মারা গেছে। স্ক্যানুর কোন কোন নার্স রাতে ডিউটি অবস্থায় ঘুমিয়ে থাকেন, গল্প, গুজব ও আড্ডায় সময় কাটান এমন অভিযোগ রয়েছে। এ ছাড়া একই ওষুধ কয়েকজনকে দেয়া হয়। রোগীর স্বজনরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।