লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মুর্শিদা নামে এক শিক্ষিকার নিক্ষিপ্ত বেতের আঘাতে মেহেদি নামে এক শিশু শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার উপক্রম। এ ঘটনায় মেহেদির পিতা মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। এই ব্যাপারে জানতে চাইলে মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর বানিয়াপাড়া গ্রামের আব্দুল মোতালিবের শিশু পুত্র মেহেদি উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে দুষ্টুমি করলে শিশু শ্রেণির শিক্ষিকা মুর্শিদা বেগম মেহেদিকে বাড়িতে চলে যেতে বলেন। মেহেদি বাড়িতে না গিয়ে দুষ্টুমি করায় শিক্ষিকা রেগে তার হাতে থাকা বাঁশের একটি বেত মেহেদিকে লক্ষ করে ছুড়ে মারলে সেটি গিয়ে মেহেদির চোখে পড়ে। এতে তার চোখ থেকে রক্ত বের হতে থাকে। এক পর্যায়ে মেহেদি জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মেহেদিকে ঢাকা রেফার করেন। বর্তমানে সে ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com