পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা অর্জন করতে হবে
-সৈয়দ মোঃ শাহজাহান
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র এর সভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন উন্নত বিশে^র সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে সমান তালে। পাঠ্য শিক্ষার হারও দিন দিন বাড়ছে কিন্তু সমাজ থেকে নীতি নৈতিকতা ও মূল্যবোধ যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাই প্রকৃত শিক্ষিত হতে হলে পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা অর্জন করতে হবে। তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অনলাইন হাজিরা কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদালয়ের প্রধান শিক্ষক কে.এম.সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সদস্য মোঃ গিয়াসউদ্দিন, শাহ মোঃ সেলিম, ডাঃ হেলাল মিয়া, শফিকুল ইসলাম খাঁন, প্রাক্তন শিক্ষার্থী ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, উপজেলা প্রেসক্লাবের সদস্য জালালউদ্দিন লস্কর, শিক্ষক আব্দুল কুদ্দুছ, মোঃ সালাউদ্দিন, শাহেনা আক্তার, ১০ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার চৌধুরী আবির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী রাহাত খাঁন।
উল্লেখ্য যে মাধবপুর উপজেলায় প্রথম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনলাইন হাজিরা কার্যক্রম চালু হলো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com