স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে স্বল্প আয়ের মানুষের মধ্যে মাসব্যাপী বিনামূল্যে শাকসবজি বিতরণ কার্যক্রম চলছে। প্রতিদিন পৌর টাউনহল এলাকায় দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের শাকসবজি বিতরণ করা হচ্ছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি জানান, শোকের মাস উপলক্ষে প্রতিদিন ২০০ নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হচ্ছে। ১ আগস্ট এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com