স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর বাজারের আবাসিক হোটেল তাজমহল থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যার দিকে মাধবপুর থানার এসআই মনিরের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, ওইদিন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিকের ভাই যুবদল নেতা হাফিজুর রহমান (৪২) ও মৃত কাইয়ূম মিয়ার ছেলে আল-আমীন (৩২) কে আটক করে পুলিশ। এসআই মনির জানান, তারা খবর পান হোটেলে দুই যুবক তর্কযুদ্ধে লিপ্ত হয়েছে। এ সময় ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে তারা অশোভন আচরণ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।