মোঃ মামুন চৌধুরী ॥ দেশের ৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জ। এ উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম চালু হওয়ার পর প্রথমবারের মত পালন করা হবে ১৫ আগস্ট। তাই যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেবরায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ আব্দুল মুনয়িম আল হুসাইন, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ তালুকদার, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, প্রভাষক আজহার উদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, শিক্ষক আলী হায়দার সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ, মোঃ আব্দুল গাফ্ফার তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, সহ-সভাপতি শেখ মোঃ জামাল, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, মোঃ শাহাব উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগ সভাপতি জয়নাল সরদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইয়াসিন আহমেদ স্বপন, ১ম যুগ্ম আহবায়ক মোঃ শাহেদুল ইসলাম শাহেদ প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয় ১৫ আগস্ট সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, পরে র‌্যালি ও আলোচনা সভাসহ সরকারি কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করার।
বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এ দেশ পেতাম না। জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত ১৫ আগস্টের কর্মসূচি সফল করতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।