স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফিরেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বৃহস্পতিবার ভোররাতে যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে এসে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি। গত ২৮ জুলাই এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যান এমপি মিলাদ গাজী। সেখানে অবস্থানকালে তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। যুক্তরাজ্যে বিভিন্ন শহরে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন টেলভিশনের টক-শো তে অংশগ্রহণ করেন এমপি মিলাদ গাজী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গত ৩ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্যের কেন্দ্রস্থল ওয়েস্টমিনিস্টার এলাকার বিখ্যাত একটি হলে আলোচনা সভায়ও উপস্থিত ছিলেন এমপি মিলাদ গাজী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com