স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব শাখায় কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮৯ কর্মচারিকে বদলী করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, গত মঙ্গলবার জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নির্দেশে তাদের বদলী করা হয়। বৃহস্পতিবারের মধ্যে তাদের প্রত্যেককে নয়া কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। বদলী হওয়া কর্মচারিদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারীকারক, ৭ জন চেইনম্যান, ৬৫ জন অফিস সহায়ক। তিনি আরও জানান, বদলী হওয়া ৮৯ জন টানা তিন বছর ও অধিককাল সময় জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসন ও অনেকেই উপজেলা ভূমি অফিসে কাজ করছেন। রাজস্ব বৃদ্ধি, কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তাদের বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।