সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মৎস্য দপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় লাখাই উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে বামৈ নোয়াগাও হাওরে ১০-১৫ সেঃমিঃ আকারের ৩৩৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাসিবুর রহমান, হ্যাচারী অফিসার মোঃ আলম, লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহিনা আক্তার, লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) লাখাই সঞ্চিতা কর্মকার, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com