স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে মৃত সরুফা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, এখনও ঘাতক স্বামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। স্বামীকে আটক করা হলে ঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ওই গ্রামের কালন মিয়ার স্ত্রী সরুফা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেন মাধবপুর থানার এসআই এখলাছ আহমেদ। সরুফা আক্তারের ভাই আলী আকবরের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে সরুফার লাশ তার গ্রামের বাড়ি নাছিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামে দাফন করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com