স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং নাদামপুর উচ্চ বিদ্যালয়ে ৬ শতাধিক বন্যাদুর্গত দরিদ্র মানুষের মধ্যে ইসলামী ব্যাংকের সিলেট জোনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রথমে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রায় সাড়ে ৩শ’ দরিদ্রের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে অপরাহ্নে নাদামপুর উচ্চ বিদ্যালয়ে আড়াই শতাধিক দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আলমগীর খান সাদেক। এ সময় ইসলামী ব্যাংক হবিগঞ্জ ও নবীগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় কুশিয়ারা নদীর ভাঙ্গণে দীঘলবাক ও ইনাতগঞ্জ এলাকার বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরি করে বাছাইকৃত লোকজনের মধ্যে ত্রাণসামগ্র বিতরণ করা হয়। প্রতি বস্তায় ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি পিয়াজ, রসুন, আলু, তেল, চিনি ইত্যাদি নিত্যপণ্য।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com