স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি তাঁর কার্যালয়ে মেয়র সেলিমকে শপথ পাঠ করান। এ সময় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এরপর বিভাগীয় কমিশনার শপথ গ্রহণকারী মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ পৌরসভার জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে যে আশা-ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমার দায়িত্বকালীন সময়ে পৌর পরিষদকে নিয়ে পৌরবাসীর প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। সেই সাথে তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ কাউন্সিলরদের পক্ষে আলাউদ্দিন কদ্দুছ, সংরক্ষিত আসনের কাউন্সিলরদের পক্ষে বেগম খায়েদা জুয়েল। অনুষ্ঠানে অংশ নেওয়া মেয়র আতাউর রহমান সেলিমের সহধর্মিনীকে ফুল দিয়ে বরণ করেন বিভাগীয় কমিশনার ও তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com