শায়েস্তাগঞ্জের প্রেমিক ও হোটেল রোজ গার্ডেনের ম্যানেজার গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে কথিত প্রেমিক যুবলীগ কর্মী রেজাউল করিমকে (২২) আটক করেছে পুলিশ। একই সময় আবাসিক হোটেল রোজ গার্ডেনের ম্যানেজার আজিজুর রহমানকেও (৪৫) আটক করা হয়। এ ঘটনায় ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় হবিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন। রাতেই সদর থানার ওসি মোঃ মাসুক আলী ওই হোটেলে ভিকটিমকে নিয়ে গিয়ে আলামত জব্দ করেন। আটককৃতরা হলো- শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারের ব্যবসায়ী রেজাউল করিম এবং বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র হোটেল ম্যানেজার আজিজুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, চুনারুঘাট উপজেলার চলিতারআব্দা গ্রামের বাসিন্দা, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে শ্মশানঘাট এলাকার আবাসিক হোটেল রোজ গার্ডেনের ৪০১ নম্বর রুমে নিয়ে উঠে এবং ওই রুমে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে সদর থানার নবাগত এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে রেজাউল করিমকে আটক করে এবং ভিকটিম মেয়েটিকে উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার কথা প্রাথমিকভাবে শিকার করে।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুক আলী জানান, আজ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে।