স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে জখম করেছে মামা ও তার লোকজন। বুধবার বিকালে রিচি ঈশান কোণা এলাকায় এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে ওই গ্রামের আমীর হোসেনের মেয়ে কাজী সুমনা আক্তারের সাথে তার মামা আলাই মিয়ার বিরোধ চলে আসছে। বুধবার সুমনা আক্তার একটি ঘর নির্মাণ করতে চাইলে আলাই মিয়া ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলাই মিয়া, নুরুল আমীন, সাহেদ মিয়া ও ফরিদ মিয়াসহ কয়েকজন সুমনা আক্তার (৩০) ও তার স্কুলপড়ুয়া মেয়ে তামান্না ইসলাম কংকন (১৫) কে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আহত সুমনা আক্তার বলেন, আমি আমার মেয়েকে নিয়ে একা বসবাস করি। বিভিন্ন সময় আমার মামা ও তার লোকজন বাড়ি ও হাওরে থাকা আমার কিছু জায়গা দখলের জন্য হুমকি-ধামকি দেয়। একাধিকবার আমাকে ও আমার মেয়েকে মারপিট করেছে। এমনকি আমি অসহায় হওয়ায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয় না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com