মঈন উদ্দিন আহমেদ ॥ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জল দিন। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অধিকার বঞ্চিত ও নিপীড়িত বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবিগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে। এছাড়া সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহ, ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে দুর্জয় হবিগঞ্জ ও সংশ্লিষ্ট স্থানসমূহে পুষ্পস্তবক অর্পন করা হবে। সকাল ৮টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, সকাল সাড়ে ১০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা, একই সময়ে জালাল স্টেডিয়ামে বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা, সকাল ১১টায় শিশু একাডেমি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের রচনা লিখন, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধামত সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৪টায় জালাল স্টেডিয়ামে জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় সিনেমা হলগুলোতে বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উন্মুক্ত স্থানসমূহে প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলায় কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাড়ে ৬টায় একই স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com