আক্তার হোসেন আলহাদী ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয় মাধ্যমে বানিয়াচংয়ে কিডনী, ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগী, স্ট্রোক প্যারালাইসিস, থ্যালাসেমিয়া সহ ৬টি জটিল রোগের রোগীদের সহায়তায় সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শামসুল হক, রেখাছ মিয়া, আনোয়ার হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান। অনুষ্ঠানে উপজেলার ৪১ জন রোগীর মাঝে ২০ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com