স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান। সভায় সরকারি কমকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক, জেলা বাজার কর্মকর্তা। ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ সামছু মিয়া, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, পাদুকা সমিতির সভাপতি আহমেদ কবির আজাদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জবাবে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান তাদের সমস্যা সমাধানে তাঁর সাধ্যমতো চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com