সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ শ্লোগানে বুধবার বিকেলে লাখাই থানা প্রাঙ্গণে থানা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত মহিউদ্দিন সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা, লাখাই উপজেলা চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ আবদুল কাদের, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোক্তার হোসেন বেনু, জেলা পরিষদের সদস্য মোর্শেদ কামাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, সাংবাদিক আতাউর রহমান ইমরান, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, লাখাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলা সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে ক্রেস্ট প্রদান করেন লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com