গরু ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ
আক্তার হোসেন আলহাদী ॥ আজমিরীগঞ্জ গরুর হাটে বানিয়াচংয়ের ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উত্তাল বানিয়াচং। ১০ মার্চ বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে হাজারো জনতার উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ১নং ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, রহিম মিয়া, আবুল হোসেন, মুজিবুল হক মারুফ, শাহজাহান মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন- আজমিরীগঞ্জ গরুর হাটে বানিয়াচংয়ের গরু ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা এবং নগদ টাকা লুঠপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বানিয়াচংয়ের গরু ব্যবসায়ীদের উপর যারা হামলা এবং লুঠপাটের ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হলে বানিয়াচংবাসী ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন ।
একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি না হচ্ছে ততদিন বানিয়াচংয়ের গরু ব্যবসায়ীদের আজমিরীগঞ্জ গরুর হাট বর্জনের নির্দেশ দিয়েছেন তারা। নেতৃবৃন্দের নির্দেশে আজমিরীগঞ্জ গরুর হাট বর্জনের সিদ্ধান্ত নেন বানিয়াচংয়ের গরু ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ৭মার্চ রবিবার বানিয়াচং উপজেলার গরু ব্যবসায়ীরা আজমিরীগঞ্জ গরুর হাটে গরু নিয়ে বিক্রি করতে যান। এসময় গরু বাঁধাকে কেন্দ্র করে আজমিরীগঞ্জ উপজেলার নগর গ্রামের হালিম মিয়ার নেতৃত্বে ১৫/২০জনের একদল লোক তর্ক-বিতর্কের জেরে ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এতে গুরুতর আহত হন বানিয়াচংয়ের গরু ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৫০), আঙ্গুর মিয়া (৪৮), আরশাদ মিয়া (৫০), দুদু মিয়া (৪০), ইমান আলী (৪০), মুলতান মিয়া (৪৫), দুদু মিয়া (৩৫), সুজন মিয়া (৩৫), শহীদুল মিয়া (৫০), নূরুজ্জামান (৪৫) সহ আরো অনেকে।