উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ যানজট মুক্ত সুন্দর শহর গড়তে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ১০ মার্চ বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোড, থানা পয়েন্ট, মধ্যবাজার, শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ শহরের বিভিন্ন স্থানে যানজট নিরসন ও অবৈধ দখলদারদের কাছ থেকে ফুটপাত উদ্ধার করতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত স্থানের বাইরে দোকানের আসবাবপত্র রাখায় ১৬টি স্থায়ী ও অস্থায়ী দোকান এবং ২টি মোটর সাইকেল চালকসহ মোট ১৮টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মৃদূলসহ একদল পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন এ প্রতিবেদককে বলেন, নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আজ বিভিন্ন অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এ দোকানগুলো পুনঃস্থাপন করা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা আছে তাদেরকে সেখানেই ব্যবসা করতে হবে। সুন্দর, সু-শৃংখল শহর গড়তে জনসাধারণের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।