স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে এসিড নিক্ষেপ করে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে নেশাগ্রস্ত স্বামী। গুরুতর আহত অবস্থায় কামরুন্নাহারকে (২৮) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী বারিক মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত তাহির মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তার বাড়ি থেকে তাকে আটক করে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন কামরুন্নাহার জানান, ১০ বছর আগে বারিকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি সন্তান জন্মগ্রহণ করে। বারিক নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই কারণে অকারণে তার উপর নির্যাতন চালাতো। শত নির্যাতন সহ্য করে তার সন্তানদের দিকে তাকিয়ে সংসার করতে থাকে। গত মঙ্গলবার রাতে বারিক মিয়া নেশাগ্রস্ত অবস্থায় কামরুন্নাহারের উপর এসিড ছুড়ে মারে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রফার করা হয়। কিন্তু কামরুন্নাহার দরিদ্র হওয়ায় ঢাকা যেতে পারেনি। মুচলেকা দিয়ে সদর হাসপাতালেই থেকে যায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। আহত কামরুন্নাহার চুনারুঘাট উপজেলার বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের কন্যা। সদর থানা পুলিশ জানায়, বারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com