স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। আর মাদক সেবনের টাকা যোগানের জন্য যুবকরা চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। হবিগঞ্জ শহরে গত দুই সপ্তাহে ১৫টিরও অধিক দোকানে চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে দোকান মালিকদের। তবে এখন পর্যন্ত চোরাই মালামাল উদ্ধার হওয়াতো দূরের কথা চোর ধরতে পারছে না পুলিশ। এদিকে ব্যবসায়ীরা সভা সেমিনার করলেও চুরি আটকানো যাচ্ছে না। তবে পুলিশ রাত ১২টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করেছে। গত বৃহস্পতিবার গভীর রাত ২টার দিকে সদর থানা পুলিশ টহল দেয়ার সময় সিনেমা হল এলাকার তানিম ইলেক্ট্রনিক্সের সাটারের কিছু অংশ খোলা দেখতে পায়। এতে তাদের সন্দেহ হলে তারা সেখানে অভিযান চালায়। তখন পুলিশ দোকানের ভেতর গিয়ে দেখতে পায় ওই এলাকার মৃত মকুল চন্দ্র সূত্রধরের পুত্র শ্মশানঘাট এলাকার মোটর সাইকেল মেকানিক মানিক ধর (৩৫) ও বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের সফিকুর রহমানের পুত্র শহরের অনন্তপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সাহাবুদ্দিন (৩২) ইয়াবা সেবন করছে। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দোকান তল্লাশি করলে ৪৫ পিস ইয়াবা পায় পুলিশ। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়েছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com