হবিগঞ্জ পৌরসভার নোয়াহাটি এলাকায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী সত্য রঞ্জন সমাজপতি ও পরিচালনায় ছিলেন সুজিত বণিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পৌরসভার সাবেক চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় প্রায় এক যুগ। ব্যাপক উন্নয়ন হচ্ছে দেশজুড়ে। হবিগঞ্জও এর ব্যতিক্রম না। তবে জেলা সদরের এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী না থাকায় শহরবাসী কাক্সিক্ষত উন্নয়ন বঞ্চিত। উন্নয়ন নিশ্চিতের জন্যই আতাউর রহমান সেলিমকে মেয়র প্রার্থী দেয়া হয়েছে। নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে জেলার সকল পৌরসভার চেয়ে এ পৌরসভায় সর্বোচ্চ উন্নয়ন সম্ভব। তাই পৌরবাসীর বৃহত্তর স্বার্থে আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। তাঁর বক্তব্যের প্রতি হাত তুলে সমর্থন জানিয়ে উপস্থিত পাঁচ শতাধিক মানুষ আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মুকুল আচার্য্য, ডাঃ অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট প্রবাল মোদক, স্বপন লাল বণিক, শঙ্খ শুভ্র রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, প্রভাষক প্রবিন্দ্র সমাজপতি, শিক্ষক গুরুদাশ বণিক, ব্যাংকার সুব্রত দাশ, প্রকৌশলী প্রদীপ রায়, ব্যাংকার বিমল চন্দ্র দত্ত, অমীয় রায় প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম পৌরসভার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে এলাকাবাসীর কাছে ভোট, দোয়া ও আশির্বাদ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি