নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে মাঠপর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও লাখাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সেমিনারে অংশগ্রহণ করেন খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, লাখাই থানার এসআই অঞ্জন দেব ও সাংবাদিকবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com