নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের পুরানবাজার ও দাউদনগর বাজারে অভিযান চালিয়ে চারটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
সূত্র জানায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পণ্যের মেয়াদোত্তীর্ণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় নিউ সুপার ফুড গার্ডেনকে ১০ হাজার টাকা, সুমাইয়া বেকারীকে ১৫ হাজার টাকা, গাউছেপাক বেকারীকে ১৫ হাজার টাকা ও আউলিয়া বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শায়েস্তাগঞ্জ থানার এসআই হামিদুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com