স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার নওগাঁ গ্রামে রাজন মিয়া (১৫) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। তবে হাসপাতালে নাম ঠিকানা ভুল লিখায় লাশ নিয়ে পুলিশ পড়েছিল বিপাকে। অবশেষে দুইদিন মর্গে লাশ থাকার পর ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সে ওই গ্রামের সালেক মিয়ার পুত্র।
সূত্র জানায়, বুধবার দুপুরে রাজন পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। ওইদিন সন্ধ্যায় সদর হাসপাতালে আনার পথে রাজনের মৃত্যু হয়। কিন্তু হাসপাতালে রাজনের বাড়ি নওগাঁর পরিবর্তে বাহুবল ও পিতা সালেক মিয়ার পরিবর্তে ইউসুফ মিয়া লিখায় লাশ নিয়ে জটিলতা দেখা দেয়। তবে রোগীর সাথে আসা লোকদের অভিযোগ, ওয়ার্ড বয় ও ঝাড়–দারদের দিয়ে হাসপাতালের খাতায় নাম লেখার কারণে প্রায়ই এরকম সমস্যা দেখা দেয়। অবশেষে দিনভর বিষয়টি নিয়ে দুর্ভোগে পড়ার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে সমাধান হয়। গতকাল সুরতহাল তৈরি করে বিকালে লাশ মর্গে প্রেরণ করে পুলিশ। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com