স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল ও সিএনজি চুরি সংঘটিত হচ্ছে। গত ১ সপ্তাহে বেশ কয়েকটি মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। এতে করে যানবাহনগুলোর মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। পুলিশ চুরি হওয়া কোনো মোটর সাইকেল বা সিএনজি অটোরিকশা উদ্ধার করতে না পারলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যানবাহনগুলো উদ্ধারে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে।
বিভিন্ন সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর থেকে বিভিন্ন সময়ে সদর হাসপাতাল সড়ক, চৌধুরী বাজার, চাঁদের হাসি ক্লিনিকসহ বিভিন্ন স্থান থেকে ৫টি মোটর সাইকেল ও দুইটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। গত ৩০ ডিসেম্বর পুরান মুন্সেফীর বাসিন্দা আবু সালেহের একটি পালসার মোটর সাইকেল তার বাসা থেকে নিয়ে যায় চোরেরা। এ ছাড়া গত ২ জানুয়ারি সকাল ৯টায় চাঁদের হাসি ক্লিনিকের সামন থেকে সিএনজি অটোরিকশা চুরি হয়। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com