স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়া ও মাদকসেবন জমজমাট হয়ে উঠেছে। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। এমনকি এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে, সাথে পরিবেশ নষ্ট হচ্ছে। শীত আসায় বিভিন্ন হাওরাঞ্চল শুকিয়ে যাওয়ায় সন্ধ্যার পর থেকেই ত্রিপাল টানিয়ে জুয়াড়িরা আসর বসায়। এসব আসরে বিভিন্ন স্থান থেকে যুবকরা এসে যোগ দেয়। অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার উত্তর ও দক্ষিণ তেঘরিয়া, পূর্ব মাহমুদাবাদ, এড়ালিয়া, টুক ভাদৈ, নাজিরপুর বন্দের বাড়ি, বারা পইল, পইল আসামপাড়া, গোবিন্দপুর, রামপুরসহ বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত কাটাকাটি, লুডু, গাফলা দিয়ে জুয়া খেলা চলে। থানা থেকে পুলিশ বের হলেই জুয়াড়িদের কাছে খবর চলে যায়। ফলে বরাবরই তারা থাকে ধরাছোয়ার বাইরে।
এ ব্যাপারে সদর থানার ওসি জানান, জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। খবর পেলেই পুলিশ অভিযান চালায়।