স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর শহরের নোয়াগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। অভিযানের খবর পেয়ে ড্রেজার মেশিনের মালিক পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে সোনাই নদীর নোয়াগাঁও এলাকায় একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকার নদী ও ছড়া থেকে প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে থাকলেও মূল হোতারা থাকেন ধরা-ছোয়ার বাইরে। ফলে অবৈধভাবে বালু উত্তোলন করা সম্ভব হচ্ছে না।