মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মেহেরপুর গ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে ২ র্যাব সদস্য আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের নায়েক সুবেদার তাহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৪টি মাদক মামলার আসামী আক্তার মিয়াকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫জনকে আসামী করা হয়। মামলায় আক্তার মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন শাকিলকেও আসামী করা হয়।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ১২টার দিকে র্যাব-১৪ ভৈরবের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের এর নেতৃত্বে একদল র্যাব সদস্য মেহেরপুর গ্রামের আক্তার মিয়ার বাড়িতে মাদক উদ্ধারের অভিযানে গেলে তার নেতৃত্বে একদল লোক র্যাব সদস্যের উপর দা, লাঠি নিয়া হামলা চালায়। এতে র্যাব সদস্য মাসুদুর রহমান ও র্যাবের গাড়িচালক আপন বড়–য়া আহত হন। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি ছুড়লে তোফাজ্জল হোসেন শাকিল নামে এক মাদক ব্যবসায়ী গুরুতর আহত হয়। সে এখন ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন রয়েছে। র্যাবের হাতে আটক ৪টি মাদক মামলার আসামী আক্তার মিয়াকে র্যাব এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com